December 23, 2024, 4:47 pm
পরেশদেবনাথ,কেশবপুর,যশোরঃ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই বলে মন্তব্য করেছেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। আর সেজন্য দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কেশবপুর আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার আরও বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সবার আগে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একাত্তরের মতো যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের অপশক্তিকে রুখে দিয়ে ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার হাতে শক্তিশালী করতে হলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। শেখ হাসিনা যখন ২০০৮ সালের নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন। কিন্তু শেখ হাসিনা সেই বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনা আবার স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা আবার বিজয়ী হয়ে সেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবেন।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এ রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, আওয়ামী লীগ নেতা এডভোকেট মিলন কুমার মিত্র, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শুভ্রদেব হালদার বাপি, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনসুর আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফফার, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রানী হালদার, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, পাঁজিয়া ইউনিয়ন সাবেক তথ্য বিষয়ক সম্পাদক প্রভাত কুমার কুণ্ডু, ত্রিমোহিনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্যামল মল্লিক, সাগরদাঁড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা পার্থসারথি, ডাক্তার আব্দুস সামাদ, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম, হাসানপুর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আবুল কাশেম, সাতবাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গৌরীঘোনা ইউনিয়ন ইউপি সদস্য মোস্তাফিজুল ইসলাম কাজল, দীপক মুখার্জী, নিমাই চন্দ্র দাস প্রমূখ।