December 23, 2024, 8:25 pm
তামান্না আক্তারঃ আজ সকাল ১১ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর -এ এয়ারপোর্ট ইমার্জেন্সি ফায়ার এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।
এয়ারপোর্ট ইমার্জেন্সি ফায়ার এক্সারসাইজ অনুষ্ঠানটি ১১ টায় শুরু হয়ে ১২ টায় শেষ হয়।
প্রায় ১ ঘন্টা চলা অনুষ্ঠানটি বিমান লেন্ডিং এর পর আগুন লাগালে কিভাবে নিভাতে হয় তা প্রদর্শন করা হয়।অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান বক্তব্য রাখেন।এসময় তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল এগিয়ে যাচ্ছে, আমরা প্রধানমন্ত্রীর দেয়া ৪১ সালে স্মার্ট বাংলাদেশের লক্ষে কাজ করে যাচ্ছি ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন অথোরিটির অপারেশন ও প্লানিং মেম্বার এয়ার কমান্ডার এ এফ এম আতিকুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিভিল এভিয়েশন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।