December 24, 2024, 12:31 pm

সংবাদ শিরোনাম :
দৌলতপুর এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার পোরশায় সাদিয়ানী কতৃক মানুষ হত্যার প্রতিবাদে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ-২০২৪ অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

উত্তরা ৬ নং সেক্টর কল্যাণ সমিতির মো বশির উদ্দিন ও ইউনুছ আলী পরিষদ বিপুল ভোটে বিজয়ী।

তামান্না আক্তার হাসিঃ রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন হয়েছে। শনিবার (১৮ মার্চ) সেক্টর কল্যাণ সমিতির কার্যালয়ে শান্তিপূর্ণভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ হয়। নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী বশির উদ্দিন দ্বিতীয় বারের মত আবারও সভাপতি এবং মোঃ ইউনুছ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।মডেল টাউন উত্তরা ৬ নম্বর সেক্টর কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৬৩ জন প্রার্থীর অংশ গ্রহণ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এম এ এম রাজু আহম্মদকে সহযোগিতা করছেন অপর ২ সহকারী কমিশনার সদস্য ওবায়দুর রহমান ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন। সেক্টরে বসবসকারী বাড়ীর মালিক ও ফ্ল্যাট মালিকদের সংগঠন সেক্টর কল্যাণ সমিতি।

নির্বাচিত সভাপতি প্রকৌশলী বশির উদ্দিন দুর্নীতি রিপোর্ট ২৪ ডট কমকে বলেন, আমি আপনাদের নেতা নয় সেবক হয়ে দায়িত্ব পালন করব। গুরুত্ব সহকারে সেক্টরে চলমান সমস্যা গুলো সমাধান করবো।

২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলো- ২ জন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল হোসেন মোল্লা, মো: খোরশেদুজ্জামান । যুগ্ম-সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মোঃ মাহবুবুল আলম। অর্থ সম্পাদক মোঃ আবু কাওছার, সাংগঠনিক সম্পাদক রুপন কান্তি বিশ্বাস, নিরাপত্তা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন ইমরোজ আহমেদ, পরিবেশ সম্পাদক শাহজাহান, দপ্তর ও পাঠাগার সম্পাদক কাজী হেদায়েত হোসেন, প্রচার সম্পাদক ফজলুল রহমান,সংস্কৃতি বিষয়ক সম্পাদক অনামিকা আহমেদ বিথী , যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মোহসীনুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক ড . ইফফাৎ ওবায়েদ, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ শাহজাহান, মোহাম্মদ সাইফুল ইসলাম, আ.ন.ম বজলুর রশিদ, শেখ আরিফুর রহমান, সায়মা সুলতানা, মোঃ শামসুল করিম চৌধুরী, আব্দুল কাদির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন