December 22, 2024, 10:19 pm
তামান্না আক্তার হাসিঃ ঢাকা ১৮ আসনের ৭টি থানা নিয়ে গঠিত উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল খানের শুভ জন্মদিন দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় উত্তরাস্থ জসিমউদ্দিন পাকার মাথায় অবস্থিত উত্তরা প্রেসক্লাবের প্রতিটি সদস্যের মাঝে বয়ে যায় আনন্দ উল্লাস । অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয় ক্লাব অভ্যন্তর ও ক্লাবচত্বর। ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায়সিক্ত করা হয় নবনির্বাচিত সভাপতি রাসেল খানকে। উৎসবমুখর এ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। ঐক্যবদ্ধ উত্তরা প্রেস ক্লাব সদস্যবৃন্দের প্রাণবন্ত উপস্থিতি জন্মদিন উদযাপন অনুষ্ঠানটিকে করে তোলে ব্যাঙময়। ব্যান্ডের বিভিন্ন গানের সাথে তাল মিলিয়ে, নেচে গেয়ে সভাপতি রাসেল খানের শুভ জন্মদিন পালন অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা ১৮ আসনের সাংসদ হাবিব হাসান বলেন,” সাংবাদিকদের প্রোগ্রামে উপস্থিত হয়ে ঢাকা ১৮ আসনের একমাত্র প্রেসক্লাব “উত্তরা প্রেসক্লাব” এর সভাপতি এবং আমার অত্যন্ত প্রিয় একজন সাংবাদিকের জন্মদিনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।”
উত্তরা প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল এহসান মাহতাব ফারাহীর সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মানিক খান, প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক যোবায়ের হোসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন রানা সোহেল, মহিলা সম্পাদিকা মাহামুদা আক্তার পুষণ, কার্যকরি সদস্য নুরুল আমিন হাসানসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ এবং উত্তরায় বসবাসকারী সকল সদস্যবৃন্দ।