December 22, 2024, 5:45 pm
নিজস্ব প্রতিবেদকঃ যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উত্তরায় পালিত হয়েছে ৫৩তম মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উত্তরা প্রেসক্লাবের বর্ণাঢ্য র্যালি আয়োজন করে।
র্যালি উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ডাকে শুরু হয় যুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ঐ বছর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র। দেশের অদম্যবীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে এনে আমাদেরকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন।
বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন আল আজাদ বিজয় টিভি,সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির দৈনিক ইত্তেফাক,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম খোকন খোলা কাগজ,দপ্তর সম্পাদক যোবায়ের আহমেদ সকালের সময়,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন শামীম সমাজ সংবাদ,প্রচার সম্পাদক ইব্রাহিম হাসান বাংলাদেশ সমাচার,আপ্যায়ন সম্পাদক রবিউল ইসলাম রাজু প্রাণের বাংলাদেশ, সাবেক উত্তরা প্রেসক্লাবের পিকনিক কমিটির আহবায়ক রবিউল ইসলাম রবিসহ এটিএন নিউজ, মোঃ আরিফ নিউজ২৪, আমিনুল ইসলাম শাহীন দুর্নীতি রিপোর্ট২৪ এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।