December 23, 2024, 12:14 pm
উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক দম্পতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ৭১ টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২১ আগস্ট) উত্তরা পূর্ব থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ডিএমপি জানিয়েছে, তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলা নং-৪। মামলার ধারা- ৩০২/১১৪/১০৯ পেনাল কোড।
এর আগে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।
ডিবির সূত্রটি বলছে, বুধবার (২১ আগস্ট) সকাল ছয়টা ২০ মিনিটে তাদের ইস্তাম্বুল হয়ে প্যারিসের উদ্দেশে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ঢাকা ত্যাগ করার কথা ছিল। কিন্তু, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করা শাহবাগ থানায় মামলা থাকার কারণে তাদের বহির্গমন ছাড়পত্র দেয়া হয়নি।