October 25, 2024, 8:25 pm

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

উত্তরা পাসপোর্ট অফিস থেকে ৭ দালাল র‌্যাবের হাতে আটক।

নিজস্ব প্রতিনিধি ঃ রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) এর ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃত সাত জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

র‌্যাব জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। অভিযানকালে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিকে, আজ বৃহস্পতিবার রাত ১১ টায় র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা দূর্নীতি রিপোর্ট ২৪. কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরার একটি দল তুরাগ থানার উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক “এম আর কম্পিউটার” এর স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানা (৩৯)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ মোস্তাফিজুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড মোঃ আমান উল্লাহ’কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ফারুক আহমেদকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডকে এম মহিউদ্দিন মিন্টুকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ কামরুল ইসলাম’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ রেজাউল করিম’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পারভেজ রানা আরো জানান, এ সময় আটককৃত আসামীদের নিকট থেকে ১৬ টি পাসপোর্ট এবং ১৮ টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন