December 23, 2024, 3:30 am
তাছলিমা আক্তার তমাঃ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সিফাত সুলতানার ভুল চিকিৎসায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া সুলতানা (তিথি)’র মৃত্যুর বিচারের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
গত কাল রবিবার (১০ই মার্চ) বিকেল ৫ টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ডাক্তারের অবহেলার কারণে তাদের সহপাঠী সাদিয়া সুলতানা (তিথি)’র মৃত্যুর বিচার চেয়ে ‘বুয়া বুয়া’, ‘তিথি হত্যার বিচার চাই বিচার চাই’ বলে স্লোগান দিতে থাকে।
এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা সময় শিক্ষার্থীরা এই অবরোধ চালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।
এবিষয়ে এসি ট্রাফিক (উত্তরা পূর্ব)’র নিকট জানতে চাইলে তিনি বলেন, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ডাক্তারের অবহেলায় তাদের সহপাঠীর মৃত্যুর দাবি নিয়ে হাউজ বিল্ডিং এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে। পরে আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করি।