December 22, 2024, 11:05 pm
তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরায় ৮নং সেক্টরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় শতাধিক বস্তিঘর ভেঙে ফেলা হয়।
আজ দুপুরে থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।
তিনি বলেন, রাজধানীর ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ আওতাধীন উত্তরায় সেক্টর-৮ এলাকায় রাজউক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। রাজউকের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, রাজউকের ২ এর পরিচালক মোঃ মোবারক এবং রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার আবিল লাইয়ামসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।