December 22, 2024, 10:42 pm
তাছলিমা তমাঃ দিনভর সতর্ক অবস্থানে রাজধানীর উত্তরা রাজপথ ছিল অনেকটাই আওয়ামী লীগের দখলে। দিনব্যাপি আওয়ামীলীগের অবস্থান থাকলেও সোমবার উত্তরায় তেমন কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সন্দেহ ভাজন বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাধেঁর জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সারাদেশে বিএনপি ও তার মিত্রদের গণঅবস্থান কর্মসূচি চলাকালে সোমবার রাজধানীর উত্তরায় সরকার সমর্থক নেতাকর্মীর কড়া পাহারা দিতে দেখা গেছে। আন্দোলন কর্মসূচির নামে সরকারবিরোধীদের সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ এবং আলোচনা সভার মাধ্যমে শোডাউনও করেছেন উত্তরা আওয়ামীলীগ।
উত্তরাতে বেশ কয়েকটি স্পটে আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো সভা এবং সমাবেশ করতে দেখা গেছে।
সকাল ১১ টা থেকে উত্তরা আজমপুর আমির কমপ্লেক্স এর সামনে প্রায় পাচঁশত নেতাকর্মী নিয়ে অবস্থান করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানকে। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম রবি, উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিক, তুরাগ থানা কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাজেদুল ইসলাম, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কফিল উদ্দিন, যুবলীগ নেতা তৈইবুর ইসলাম সহ আরো অনেকেই। দুপুর ১২ টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম সহ অনেকেই। এসময় তারা সড়কে মিছিল করে বিএনএস সেন্টারের নিচে অবস্থান নেন।
বিকেল সাড়ে ৩ টার দিকে বর্তমান সংসদ সদস্য খসরু চৌধুরীকে সড়কে মিছিল করতে দেখা গেছে।