October 22, 2024, 1:39 pm

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

উত্তরায় পিস্তলের গুলিতে বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার- রাজধানীর উত্তরায় নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম মো. আবুল কাশেম (৭০। উত্তরা ৩ নম্বর সেক্টর ২ নম্বর রোডের একটি বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

আজ মঙ্গলবার সকাল ৭ টার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুপুর ১টার দিকে উত্তরা-পশ্চিম থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আজ সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক খান জানান, মঙ্গলবার সকালে ডিউটিরত অবস্থায় খবর পাই একজন গুলিবিদ্ধ অবস্থায় বসুন্ধরা এভারকেয়ার নামক একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, হাশেমের ব্যবহৃত পিস্তলটি তার পাশেই মেঝেতে পড়ে ছিল। নিহত ব্যক্তি (তিনি) শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

ওসি মোহাম্মদ মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আজ সকালে তিনি তার নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এবিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন