December 23, 2024, 3:48 am
নিজস্ব প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট কারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জসিম উদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন।
আলম হোসেন বলেন, “ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে সকাল থেকে শুরু হওয়া ঝড়ো বাতাস এবং বৃষ্টির কারণে জসিম উদ্দিন রোড এলাকায় একটি গাড়ির ওপর বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় গাছ কেটে গাড়িটি উদ্ধার করে।”
আলম হোসেন আরও বলেন, “গাছ ভেঙে পড়ায় সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় গাছটি সরানো হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।