December 23, 2024, 8:03 am
তামান্না আক্তার হাসিঃ আজ শুক্রবার ভোর থেকেই কমলাপুর, বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনের ছাদে উঠে যায় ঘরমুখো মানুষ।কমলাপুর ও বিমানবন্দর স্টেশন ঘুরে দেখা যায়,এদিন টিকিট থাকা সাপেক্ষ যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। আর যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা ট্রেন ছাড়ার আগ মুহূর্তে কাউন্টার থেকে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করছেন।
অনেকেই সংগ্রহ করতে পারছেন না। ফলে তাদের অন্য কোনো বাহনে তাদের নিজ নিজ গ্রামে ফিরতে হবে।অন্যদিকে যাত্রীর নিরাপত্তায় র্যাব-পুলিশের সঙ্গে রয়েছেন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন,শেষদিন হওয়ায় আজ যাত্রীর চাপ বেশি।
তবে শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই স্টেশনে প্রবেশ করছেন।ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ায় সবাই খুশি বলেও জানান তিনি।এবার ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইন মাধ্যমে ৭ এপ্রিল থেকে।