December 25, 2024, 7:14 am
ডেক্স নিউজ – সোমবার , মার্চ ২০১৮ এ , ইউ এস বাংলা এয়ার লাইন্স এর একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। নেপালের কাঠমুন্ডুর ট্রিভুবান আন্তর্জাতিক বিমান বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ঢাকা থেকে দুপুর ১২ টা ৫১ মিনিটে বাংলাদেশ ত্যাগ করা এই বিমানে যাত্রী সংখ্যা ছিল ৬৭ জন। এদিকে নেপালের ভ্রমণ বিষয়ক মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি সুরেশ আচার্য জানেন , বিমান থেকে ১৭ জন যাত্রী দ্রুত বের হয়ে আসেন। তাদের অনেককেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
নেপালের জেলারেল অফ সিভিল এভিয়েশন অথরিটি প্রধান সঞ্জীব গৌতম বলেন ; বিমানটি অবতারণের সময় তার দিক হারিয়ে ফেলে। দক্ষিণে না নেমে বিমানটি পুর্বের দিকে অবতরণ করতে থাকে আর তখনই অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
উল্লেখ্য ৭৮ সিটের এই বিমানটি নেপাল সময় দুপুর ২ টা ২০ মিনিটে সেখানে বিধ্বস্ত । এখন পর্যন্ত ৫০ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে । আরোহীদের মধ্যে ৩২ জন বাংলাদেশী,৩৩ জন নেপালী,১জন চীন এবং ১জন মালদ্বীপের যাত্রী ছিল বলে জানা যায় ।