December 23, 2024, 8:24 pm
নিউজ ডেস্ক
নিউজ আইটি ,সারাদেশ ২৪ ডট কম
নোকিয়া 9 এর স্পেসিফিকেশন এসে গেল বাজারে৷ তবে, নোকিয়া আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই ঘোষণা করেনি৷ সূত্রের খবর, তথ্য ফাঁস হয়েছে৷ পূর্বের এক প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনটির বিশেষ সংযোজন হল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার৷ এখন জানা যাচ্ছে, আরও অনেক বেশি ফিচারস্ নিয়ে মার্কেটে হাজির হতে চলেছে নোকিয়ার এই নতুন সেটটি৷
শোনা যাচ্ছে, স্পেসিফিকেশনের ছবি নাকি ছড়িয়ে পড়েছে SlashLeaks এ৷ স্পেসিফিকেশন শিট বলছে এই স্মার্টফোনটিতে থাকবে ১৮:০৯ অনুপাতে ৬.০১ ইঞ্চি QHD AMOLED ডিসপ্লে৷ নোকিয়ার এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা, যেটা সম্প্রতি Huawei P20 Pro তে দেখা গিয়েছিল৷ ক্যামেরাগুলি থাকছে যথাক্রমে 41 MP, 20 MP এবং 9.7 MP সেন্সরস্ এর৷
আরও জানা গিয়েছে, ক্যামেরাটিতে থাকবে ZEISS অপটিক্স এবং 4x অপটিক্যাল জুম৷ এছাড়া, সামনের দিকের ক্যামেরাটিতে থাকছে ২১ এমপি সেন্সর, ZEISS অপটিক্স এবং “উচ্চ মানের” কম আলোর ক্যাপাসিটি৷
Mi Mix 2 এর মত সেরামিক ফিনিস স্টাইলে তৈরি ফোনটির ব্যাক সাইড, সঙ্গে ১৮ ক্যারেটের গোল্ড ফিনিশ থাকছে ক্যামেরা সেন্সসরকে ঘিরে৷নোকিয়ার পেরেন্ট কোম্পানি এইচএমডি গ্লোবাল আশা রাখছে 8 জিবি RAM, ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং স্ন্যাপড্রাগন ৮৪৫ এই ফিচার দিয়ে নোকিয়া 9 নিয়ে আসা সম্ভব হবে৷ ফোনটিতে থাকবে ৩,৯০০ এমএএইচ ব্যাটারি৷ আর থাকছে কিউ ওয়্যারলেস চার্জিং যা ব্যাটারিকে মাত্র ৩০ মিনিটে ৬০ % এর বেশি চার্জ করবে৷ এছাড়াও থাকছে ভিভো X20 প্লাস ইউডি এবং পোর্শ ডিজাইন হুয়ায়েই ম্যাট আরএস স্মার্টফোনে দেখা যায় এমন স্টাইলে তৈরি কাচের ফিঙ্গারপ্রিন্ট রিডার৷
নোকিয়া 9 এ থাকবে ডুয়াল ন্যানো SIM এর জন্য ব্যবহারের জায়গা৷ এর মধ্যে থাকছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক এবং একটি USB টাইপ- C পোর্ট ডিভাইসটি চার্জ করার জন্য৷ নোকিয়া স্মার্টফোনটির সাথে একটি ব্লুটুথ হেডসেট দিচ্ছে। যেটা হবে ক্রেতাদের কাছে একটি বাড়তি পাওয়া৷