October 22, 2024, 9:22 am

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

আশুলিয়া ও সাভারে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেফতার

ডেক্সঃ রাজধানীর অদূরে ঢাকা জেলার আশুলিয়া ও সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল সাড়ে ১০ লাখ টাকা বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হচছে- মোঃ জিল্লুর রহমান ওরফে জিবলু (৩৯), ও মোঃ আঃ হালিম ভূঁইয়া (৪৪)।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে
র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে আশুলিয়া থানার বাইপাইল মোড় সংলগ্ন মহাসড়কের উপর অভিযান চালিয়ে ১৬ কেজি ৪৮২ গ্রাম গাঁজা এবং একই দিন দুপুরে সাভার মডেল থানার ইমান্ধিপুর পশ্চিম পাড়া এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১০ কেজি ১৬০ গ্রাম গাজাসহ ২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করে।

র‍্যাব-৪ সূএে জানা যায়, গ্রেফতারকৃতরা হচছে- মোঃ জিল্লুর রহমান ওরফে জিবলু (৩৯), জেলা-ঢাকা ও মোঃ আঃ হালিম ভূঁইয়া (৪৪), জেলা- কুমিল্লা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত দুই মাদককারবারি (আসামীরা) বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন