December 22, 2024, 10:16 pm
ডেক্সঃ রাজধানীর অদূরে ঢাকা জেলার আশুলিয়া ও সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল সাড়ে ১০ লাখ টাকা বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হচছে- মোঃ জিল্লুর রহমান ওরফে জিবলু (৩৯), ও মোঃ আঃ হালিম ভূঁইয়া (৪৪)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে
র্যাব-৪ এর একটি আভিযানিক দল শুক্রবার দুপুর সোয়া ১২ টার দিকে আশুলিয়া থানার বাইপাইল মোড় সংলগ্ন মহাসড়কের উপর অভিযান চালিয়ে ১৬ কেজি ৪৮২ গ্রাম গাঁজা এবং একই দিন দুপুরে সাভার মডেল থানার ইমান্ধিপুর পশ্চিম পাড়া এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১০ কেজি ১৬০ গ্রাম গাজাসহ ২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করে।
র্যাব-৪ সূএে জানা যায়, গ্রেফতারকৃতরা হচছে- মোঃ জিল্লুর রহমান ওরফে জিবলু (৩৯), জেলা-ঢাকা ও মোঃ আঃ হালিম ভূঁইয়া (৪৪), জেলা- কুমিল্লা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত দুই মাদককারবারি (আসামীরা) বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।