December 24, 2024, 1:33 pm
আমিনুল ইসলাম: আজ দুপুরে হজ ক্যাম্পে নিজ কার্যালয়ে হজ যাত্রীদের ভিসা জটিলতার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কথা বলেন।
এর আগে হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ও এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হজযাত্রীরা বলেছেন, হজ যাত্রার প্রতিটা সেবা তারা সুন্দরভাবে পেয়ে আসছেন,
তাদের কোথাও কোন সমস্যা পরতে হয় নি।
আজ চারটি ফ্লাইটে, মোট ১৬৬২ জন হজ যাত্রী সৌদি গিয়ে পৌছবেন,
হজ ফ্লাইট শুরু থেকে এখন পর্যন্ত ৭০টি ফ্লাইটে ২৮০০৪ জন হজ যাত্রী সৌদি গিয়ে পৌঁছেছেন।