December 23, 2024, 3:48 am
মো.হাসমত উল্লাহঃ লালমনিরহাটের আদিতমারীতে ২৫০বোতল ফেনসেডিলসহ ১জন আসামি গ্রেফতার করেন পুলিশ। জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম,সার্বিক দিক নির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর,এর নেতৃত্বে এবং ওসি নিজেই, এস আই মাহাবুব, এ এস আই,কনস্টেবল সহ থানার হাজিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হামিদুল এর বাড়ির পরিত্যক্ত লাকড়ি রাখার স্থানের নিচে রক্ষিত ২৫০ বোতল ভারতীয় ফেনসেডিলসহ আসামি নার্গিস আক্তার(৩০) কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
গ্রেফতার বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা হয়।পরে গ্রেফতারকৃত আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাজিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হামিদুল এর বাড়ির পরিত্যক্ত লাকড়ি রাখার স্থানের নিচে রক্ষিত ২৫০বোতল ভারতীয় ফেনসেডিলসহ গ্রেফতার করেন পুলিশ।