December 23, 2024, 8:22 pm
তামান্না আক্তার হাসিঃ রাজধানী উত্তরার দিয়া বাড়ির বিআরটিএ সার্কেল তিনে নতুন যোগদান করলেন ডিডি উপ-পরিচালক (ইঞ্জিন) কাজী মোঃ মোরছালীন, দিয়াবাড়ি বিআরটিএর দালালমুক্ত করার জন্য আইনানুক ব্যবস্থা গ্রহণ করে দিয়াবাড়ি এরিয়ার মধ্যে যতগুলো দোকানপাট ও কম্পিউটারের দোকান বিভিন্ন এইরকম দোকান আছে তার থেকে দালালমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছেন।
বি আর টি এ একটি সরকারি বড় প্রতিষ্ঠান যেখানে সকল প্রকার সেবা জনগণের জন্য নিশ্চিতকরণ করা হয়।
তারই মাঝে আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উত্তরা আজিমপুর এলাকায় এক রেলীর মাধ্যমে প্রতিটি যানবাহনে লিফলেট বিতরণ ও সচেতনামূলক বক্তব্য রাখেন। এ সময় তাকে সহযোগিতা করেন উত্তরা বিআরটির সকল কর্মকর্তা।https://youtu.be/vTfV05ktsPo
এই প্রতিষ্ঠানের মাধ্যমে জনগনের বিভিন্ন চাহিদা পূরণে অঙ্গীকারাবদ্ধ সরকারি ঘোষণা মতে দালালমুক্ত দুর্নীতি মুক্ত অনিয়ম এই বিষয়ের উপরে নজরদারি রেখে এডি তার সকল প্রচেষ্টা দিয়ে বিআরটি কে অত্যন্ত সহজ সরল এবং নিয়মমাফিক জনগণের সেবা নিশ্চিত করন এর উদ্যোগ গ্রহণ করেছেন যাহাতে জনগণের সেবা সবসময় নিশ্চিত হয়।
দুর্নীতি রিপোর্ট ২৪ .কমের পক্ষ থেকে প্রতিনিধি দল ডিডি উপ-পরিচালক (ইঞ্জিন) কাজী মোঃ মোরছালীন এর সাক্ষাৎকারে গেলে তিনি নিশ্চিত করে জানান আগে বা পূর্বে এখানে যেভাবে মানুষ সেবা পেয়েছে আমি চাই আরো উন্নতর এবং আরো বেশি সেবা নিশ্চিত করতে অনিয়ম দুর্নীতি এবং দালাল নিষ্পেষিত করে আমি আমার এই প্রতিষ্ঠানকে অত্যন্ত সুন্দর সাবলিন ও জনগণের সেবায় নিয়োজিত এরকম একটি প্রতিষ্ঠানের পরিবেশ আমি সৃষ্টি করবো বলে আশা রাখি।
ড্রাইভিং লাইসেন্স ফিটনেস এবং নাম পরিবর্তন এরকম সেবামূলক কাজে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সাথে সাথে আইনানুপ ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা ও তিনি দিয়েছেন।
দুর্নীতি রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি দল দিয়া বাড়ির আশেপাশে এবং প্রত্যেকটি অফিস কক্ষ এবং বিভিন্ন অফিসার ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে বর্তমানে নতুন এডি যোগদানের পর থেকে বিভিন্ন নির্দেশনা এবং জনগণের সেবা নিশ্চিত করনের নির্দেশনা প্রদান করে প্রত্যেককে সজাগ থাকতে এবং তাদের নিজ নিজ দায়িত্ব পালনে সোচ্চার হতে তিনি আদেশ দিয়েছেন।
দিয়া বাড়ির বিআরটিএ সার্কেল-৩এ বিভিন্ন রকম জটিলতা বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা থাকলেও তিনি উদ্যোগ গ্রহণ করে এখন বি আর টি কে একটি সুনিশ্চিত এবং সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে মানুষের সেবার নিশ্চয়তা দিয়েছেন এটা পরিলক্ষিত হয় আসে পাশের সাধারণ মানুষ এবং দোকানপাটে বিভিন্ন মানুষ থাকার কারণে তাদের সাক্ষাৎকার থেকে এই বিষয়গুলি নিশ্চিত হয় অর্থাৎ আমাদের, দুর্নীতি রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দিয়া বাড়ির সেবার মান উন্নত হয়েছে এই বিষয়টি নিশ্চিত করে অনুসন্ধানে বেরিয়ে আসে, অন্যান্য কর্মকর্তা এবং ডিডি উপ-পরিচালক (ইঞ্জিন) কাজী মোহাম্মদ মোরছালীন তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন সাধারণ মানুষকে আমাদের মাধ্যমে জানাতে চান এখানে কোন প্রতিবন্ধকতা কোন জটিলতা দালালের খপ্পরে পড়ে বিভিন্ন অর্থ দন্ডী এই বিষয়গুলোর জটিলতায় যদি কেউ পড়ে সাথে সাথে অফিসে জানানোর জন্য তিনি অনুরোধ রেখেছেন।
এই ভাবেই তিনি কাজ করে এই দিয়া বাড়ির বিআরটিকে সুস্থ সুন্দর একটি প্রতিষ্ঠানের রূপদান করতে চান এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক দূর্নীতি মুক্ত দেশ গড়তে আমি একজন সক্রিয় সৈনিক হিসেবে নিজেকে নিবেদিত রাখতে চাই।