December 22, 2024, 5:40 pm
দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন হতেই আইনের শাসন সমুন্নত রাখা, শান্তি, শৃংঙ্খলা ও জননিরাপত্তা রক্ষা তথা সামগ্রিক ভাবে দেশের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে র্যাব সামাজিক অপরাধ যেমন হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, চুরি ও সংঘবদ্ধ সাইবার অপরাধীদের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে।
দেশের শান্তি, শৃংঙ্খলা ও জননিরাপত্তার বড় হুমকি সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং মাদক নির্মূলে র্যাব সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া জাতীয় দুর্যোগ ও বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে র্যাব সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহল অনাকাংখিত পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রচেষ্টা করে থাকে। যে কোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য র্যাব সদা তৎপর রয়েছে।
র্যাব সদস্যগন দিনরাত ২৪ ঘন্টা বিভিন্ন আভিযানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছেন শান্তি, শৃংঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার লক্ষ্যে র্যাব-১ সহ দেশের সকল ব্যাটালিয়নসমূহ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রল ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে, এই প্যাট্রল জোরদারের ফলে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে এবং একই সাথে কিশোর গ্যাং দৌরাতœ্য অনেকটা কমে গিয়েছে।https://youtu.be/DsTTvXSTQx0?si=zCktTLh_xJtfJUoK
রোবাস্ট প্যাট্রল ছাড়াও যে কোনো ধরনের উদ্ভুত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতামূলক কর্মকান্ড মোকাবেলায় র্যাব স্পেশাল ফোর্স টিম, র্যাবের হেলিকপ্টার, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এছাড়াও যেকোন গুজব অপপ্রচার রোধে আমাদের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। পরিশেষে র্যাব সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আইনের শাসন সমুন্নত রাখবে এবং শান্তি, শৃংঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার মধ্য দিয়ে সামগ্রিক ভাবে দেশের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখবে।