December 22, 2024, 5:40 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব-১ এর বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতেই আইনের শাসন সমুন্নত রাখা, শান্তি, শৃংঙ্খলা ও জননিরাপত্তা রক্ষা তথা সামগ্রিক ভাবে দেশের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে র‌্যাব সামাজিক অপরাধ যেমন হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, চুরি ও সংঘবদ্ধ সাইবার অপরাধীদের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে।

দেশের শান্তি, শৃংঙ্খলা ও জননিরাপত্তার বড় হুমকি সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং মাদক নির্মূলে র‌্যাব সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া জাতীয় দুর্যোগ ও বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে র‌্যাব সর্বস্তরের মানুষের মনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহল অনাকাংখিত পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রচেষ্টা করে থাকে। যে কোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য র‌্যাব সদা তৎপর রয়েছে।

র‌্যাব সদস্যগন দিনরাত ২৪ ঘন্টা বিভিন্ন আভিযানিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছেন শান্তি, শৃংঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার লক্ষ্যে র‌্যাব-১ সহ দেশের সকল ব্যাটালিয়নসমূহ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রল ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে, এই প্যাট্রল জোরদারের ফলে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে এবং একই সাথে কিশোর গ্যাং দৌরাতœ্য অনেকটা কমে গিয়েছে।https://youtu.be/DsTTvXSTQx0?si=zCktTLh_xJtfJUoK

রোবাস্ট প্যাট্রল ছাড়াও যে কোনো ধরনের উদ্ভুত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতামূলক কর্মকান্ড মোকাবেলায় র‌্যাব স্পেশাল ফোর্স টিম, র‌্যাবের হেলিকপ্টার, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এছাড়াও যেকোন গুজব অপপ্রচার রোধে আমাদের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। পরিশেষে র‌্যাব সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আইনের শাসন সমুন্নত রাখবে এবং শান্তি, শৃংঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার মধ্য দিয়ে সামগ্রিক ভাবে দেশের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন