December 26, 2024, 1:48 am
মোহাম্মদ জামশেদঃ- ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হাটহাজারী উপজেলা শাখার কমিটি গঠন ও সাধারণ সভা ১৭ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ বেলাল আহম্মেদ খাঁন এর সভাপতিত্বে ও নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার সৈয়দ মুহিবুল হক মুহিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জয়দেব বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুর রহমান।
আলোচনা সভা শেষে উপস্থিত সকল ডিপ্লোমা ইন্জিনিয়ারদের সম্মতিতে নিয়াজ মোর্শেদ কে সভাপতি ও সৈয়দ মুহিবুল হক মুহিব কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট হাটহাজারী উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আবেদীন, অর্থ সম্পাদক মোঃ আবু মোরশেদ, সাহিত্য,সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মমিনুল হক।
উল্লেখ্য, পেশাদারীত্ব নিশ্চিত করা, পেশার মান উন্নয়ন, প্রকৌশলীদের জাতির উন্নয়নে দক্ষ ও শ্রেষ্ঠত্ব নিশ্চিতের লক্ষ্যে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় ডিপ্লোমা ইন্জিনিয়ারদের সংগঠন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।
গৌরবের ৫০ বছর পার হওয়া সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৫ লাখ, কেন্দ্রীয় উপদেষ্টার সংখ্যা ১১ জন, কেন্দ্রীয় কমিটির দায়িত্বে রয়েছে ৩৩ জন।
তাছাড়া, জাতীয় সম্মেলন সদস্য সংখ্যা ৫০০ জন, জেলা কমিটি সংখ্যা ৭১ টি, উপজেলা কমিটির সংখ্যা ৪৮৮ ও ইন্ডাস্ট্রিয়াল বেল কমিটির সংখ্যা ১৫ টি।