December 24, 2024, 6:03 pm

সংবাদ শিরোনাম :
দৌলতপুর এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার পোরশায় সাদিয়ানী কতৃক মানুষ হত্যার প্রতিবাদে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ-২০২৪ অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

অর্ধ কোটি টাকার হিরোইন এবং বিপুল পরিমান ইয়াবা’সহ রাজধানীর তুরাগ থানাধীন এলাকা হতে কুখ্যাত মাদক সম্রাট রবিউল প্রকাশ বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব-১

নিজস্ব প্রতিনিধিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ মার্চ ২০২৩ ইং তারিখ দুপুর ১১৩৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকা’র তুরাগ থানাধীন বাউনিয়া এলাকাস্থ প্রিয়াংকা রানওয়ে সিটির ১নং প্লট এলাকার গেইটের সামনে পাঁকা রাস্তার উপর ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী কুখ্যাত মাদক সম্রাট *রবিউল প্রকাশ @ বাবু (৩৩), পিতা-মোঃ ইমান আলী, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুর*’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে *৪৫০ গ্রাম হেরোইন এবং ৪,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট* উদ্ধার করা হয়।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে। এছাড়াও আসামী মোঃ রবিউল আলম (৩৩) এর বিরুদ্ধে ১) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৫, তারিখ- ০৭ ফেব্রয়ারি, ২০২৩; জি আর নং-২৩, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৩৬(১) সারণির ৩০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১৬/১৮৪, তারিখ- ১৫ জুন, ২০১৯; জি আর নং-১৮৪, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৩) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৪, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-১৮৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৪) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-২, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-১৮১, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৫) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-২৬, তারিখ- ৩১ আগস্ট, ২০২২; জি আর নং-১৭৯, ধারা- ৩৬(১) সারণির ৮(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৬) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৬/১০৬, তারিখ- ১৬ মে, ২০২২; জি আর নং-১০৬/২২, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৭) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার নং-১৮, তারিখ- ২৭ মার্চ, ২০২৩; জি আর নং-৫১, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৮) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১১, তারিখ- ১৬ মার্চ, ২০২৩; জি আর নং-৪৪, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৯) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৮, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-১৪৬, ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ১০) ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার মামলা নং-১২, তারিখ- ০৭ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৪১৬, ধারা- ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩ পেনাল কোড, ১৮৬০ মামলা বিচারাধীন আছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন