December 22, 2024, 5:08 pm
দেখো না কত শিশির জমেছে
অবহেলিত এই ঘাসগুলোর বুকে
আলতা পায়ে তুমি হাটবে বলে
ঝরি ঝরি করেও না ঝরেনি
বাতাস টাও কতটা স্নিগ্ধ হয়ে বইছে না গো?
মেঘবরণ তোমার চুলগুলো দোলাতে সে চাইছে
তুমি মায়াবী ঠোঁটে হাসবে বলে
চারপাশ কতটা নিস্তব্ধ!
অবাক চোখে দেখবো তোমায় এই আশাতেই আমি আসক্ত!
কল্পনায় সুন্দরী তুমি, বাস্তবতায় প্রহেলিকা
আমার এই তুচ্ছ নয়নে তোমায় তাই হয়নি দেখা!
না দেখা নব্বই দশক মনকোণে রেখেছি গো পুষে
পরের জন্মে ওড়না হবো, তোমাতে রবো মিশে
ছিড়ে গেলে, পুরাতন হলে দিও না গো আমায় ফেলে
ফিতা হয়ে দোলবো আমি তোমার মেঘবরণ চুলে…..
-মনিরুল ইসলাম মনির