December 23, 2024, 1:22 pm
আজ গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে খেলাফত মজলিস। আজ ৮ আগস্ট ২০২৪ তারিখ বঙ্গভবনে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান থেকে বের হয়ে প্রদত্ত অভিনন্দন বার্তায় নেতৃদ্বয় বলেন, দেশের ছাত্র-জনতার রক্তদান আর ত্যাগের বিনিময়ে এক অভূতপূর্ব অভ্যূত্থানের মধ্য দিয়ে আজ স্বৈরাচারি হাসিনা সরকারের কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। এ অভ্যুত্থান দেশের হাজারো শহীদ, আর লাখো ছাত্র-জনতার ত্যাগের ফসল। এ বিজয়কে সুসংহত করতে হবে।
আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বিপুল জনপ্রত্যাশা অনুযায়ী নির্মোহভাবে দায়িত্ব পালন করবে। মুক্তিকামী জনতার প্রত্যাশা পূরণ করবে। দেশের শান্তি-শৃঙ্খলা সুসংহত করবে। সকলের জান-মালে নিরাপত্তা নিশ্চিত করবে। প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখবে। ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাবে। ব্যবসায়-বানিজ্য সহ অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।